ছেলের বাবা হলেন তাসকিন
অফফর্ম ও ইনজুরি মিলিয়ে বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে ডানহাতি পেসার তাসকিন আহমেদ। পেশাদারী জীবনের সাম্প্রতিক সময়টা ভালো না কাটলেও, ব্যক্তিগত জীবনে তার জন্য খুশির সংবাদ নিয়ে এসেছেন স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা।
শনিবার রাতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাসকিনের স্ত্রী রাবেয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবর জানিয়ে স্ত্রী ও সন্তানের সাথে ছবি আপলোড করেন তাসকিন। তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ! আমার ছেলে।’
এছাড়া তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ! ছেলে সন্তানের বাবা হয়েছি। খুব খুশি লাগছে। মা ও ছেলে দু’জনেই ভালো আছে। আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’
রাজধানীর স্কয়ার হাসপাতালে শনিবার রাত সাড়ে নয়টার কাছাকাছি সময় তাসকিন-রাবেয়া দম্পতির কোল জুড়ে আসে নবজাতক। এসময় তাসকিনের বাবা, মা হাসপাতালেই উপস্থিত ছিলেন।
২০১৭ সালের ৩১ অক্টোবর হঠাৎ করেই দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ।