কেশবপুর থানা পুলিশের অভিযানে দুই মাদক চোরাকারবারি আটক
যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী-সহ ২ জনকে আটক করেছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনের নেতৃত্বে পুলিশ শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কেশবপুর-সাগরদাঁড়ী সড়কের বাগদহা ঈদগাহ মোড় নামকস্থান থেকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মৃত রুস্তম আলী ফকিরের ছেলে মাহাবুর রহমান (৪৫) কে ৫৫ পিস ইয়াবাসহ আটক করে।
একই অভিযানে পুলিশ উপজেলার ঝিকরা গ্রামের মৃত শের আলীর ছেলে সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেশবপুর থানা বিএনপির সদস্য আকরাম হোসেন খাঁনকে (৪৮) চিংড়া বাজার থেকে আটক করে। পুলিশ জানায় আকরাম হোসেনের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে । ইয়াবা উদ্ধারের ঘটনায় কেশবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার সকালে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে ।
Please follow and like us: