কুল্যায় জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ
আশাশুনি উপজেলার কুল্যায় রেকর্ডীয় স্বত্ব দখলীয় জমি থেকে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগে এবং সিদ্দিক সরদার জানান, কুল্যা মৌজার ১৬৪৩ দাগের ২০ শতক পৈত্রিক রেকর্ডীয় স্বত্ব দখলীয় জমির সীমানায় তারা ১৩টি মেহগনি গাছ লাগান। প্রতিপক্ষ একই গ্রামের রাজ্জাক সরদারের পুত্র আজাদ সরদার, আলহাজ্ব আবুল কালামের ছেলে পিংকু, আজাদের স্ত্রী রাণী বেগম শনিবার রাত্র ১১ টার দিকে বেআইনি ভাবে সীমানায় প্রবেশ কওে গায়ের জোরে উক্ত ১৩ টি মেহগনি গাছ কর্তন করে নেয়। যাতে অনুমান ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, কয়েক মাস আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সার্ভেয়ারের মাধ্যমে তার সীমানা নির্ধারণ করা হয়। কিন্তু প্রতিপক্ষ বিভিন্ন সময় তাকে ভয়ভীতি দেখাতো। তার গাছ কর্তন করার পর তারা আইনের আশ্রয় নিলে মিথ্যা মামলা দিয়ে জব্দ করবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। ফলে তার পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।