কলারোয়ায় হেলাতলা ও দমদম হাইস্কুল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন
কলারোয়ায় হেলাতলা ও দমদম হাইস্কুল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই দুটি ফলক উন্মোচন করেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ কাজ দুটি বাস্তবায়ন করছে।
হেলাতলা আইডিয়াল হাইস্কুল ভবনের ৩য় তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের প্রকল্পে ৫কোটি টাকা এবং দমদম হাইস্কুলের বিদ্যমান একতলা একাডেমিক ভবনের উর্দ্ধমুখি সম্প্রসারণ কাজের প্রকল্পে ৮০থেকে ৯০লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন দমদম হাইস্কুলকে ৫০হাজার টাকার অনুদান দিয়েছেন বলে জানা গেছে।
হেলাতলা হাইস্কুলের অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সভাপতিত্ব ও শিক্ষক আজিজুল ইসলাম সঞ্চালনা করেন এবং দমদম হাইস্কুলের অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি শেখ আব্দুল্যাহ সভাপতিত্ব ও শিক্ষক রফিকুল ইসলাম সঞ্চালনা করেন ।
পৃথক দুই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশলী শেখ আশিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, কলারোয়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কাজিরহাট কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল আলম, হেলাতলা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম, দমদম হাইস্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিম, কলারোয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, হেলাতলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ কবির উদ্দীন, হেলাতলা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম, কলারোয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, কাজিরহাট গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক শামছুর রহমান, ইসলামপুর মাদরাসার সুপার ইদ্রিস আলী, কলারোয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, হেলাতলা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, আ.লীগ নেতা সরদার আনছার আলী, ইউপি সদস্য শেখ আসলাম হোসেন দুলাল, ইউপি সদস্য বিল্লাল হোসেন, ইউপি সদস্য আমিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অন্যরা উপস্থিত ছিলেন।