আশাশুনির মহাজনপুরে প্রতিপক্ষের মারপিটে আহত-১
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামে মিলাদের তাবারক বিতরণ নিয়ে প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়েছে। গুরুতর আহত হাফিজকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইতলা-মহাজনপুর সম্মিলিত জামে মসজিদে রবিবার ইশার নামাজের পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে তাবারক বিতরণের সময় মসজিদ কমিটির সভাপতি আলিম উদ্দিন সরদার মসজিদের ইমামকে বলেন, হুজুর যারা কেরাত পড়তে পারে তাদেরকে সামনে রাখেন না কেন? পাশে থাকা মুসল্লি মহাজনপুর গ্রামের হিরু গাজীর পুত্র হাফিজ গাজী জবাবে বলেন, তাদেরকে ডাকা হয়েছে, কিন্তু আসেননি। তখন সভাপতি হাফিজকে লক্ষ্য করে বলেন, তুই সব সময় কথা কাটিশ কেন? এনিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সভাপতি হাফিজকে মারপিট করে। সাথে তার পুত্র জনিও এগিয়ে গিয়ে দুজনে হাফিজকে মারতে মারতে মসজিদ থেকে বাইরে বের করে দেয়। হাফিজ ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে পাশের মেম্বার নূর ইসলামের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তখন সভাপতি তার পুত্র ও ভাই ডলার ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী ডাঃ মোজাম্মেল হকসহ পরিবারের ৭/৮ জন মেম্বারের বাড়িতে গিয়ে তাকে নির্মমভাবে মারপিট করে। পাশের লোকজন ঘটনা স্থানে পৌঁছে তাকে উদ্ধার করে রাতেই এম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।