আশাশুনিতে পঞ্চম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ :গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি
সাতক্ষীরার আশাশুনিতে পঞ্চম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে প্রতিবেশি কর্তৃক ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে এঘটনা ঘটে। গুরুতর আহত শিশুটিকে রোববার সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আইউব হোসেন আশাশুনি উপজেলার খড়িয়াটি গ্রামের বাসিন্দা।
শিশুটির পিতা জানান, তার মেয়ে দরগাপুর এলাকার একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে। শনিবার রাতে বাড়ি থেকে একটু দুরে তার খালার বাড়িতে যাওয়ার পথে প্রতিবেশি নিকটাত্মীয় আইউব হোসেন তাকে পৌছে দেয়ার কথা বলে পিছু নেয়।
পথিমধ্যে পুকুরের কিনারে ঝোপের মধ্যে গামছা দিয়ে মেয়েটির মুখ বেঁধে ধর্ষণ করে। এ সময় তার গোঙ্গানির শব্দে আরেক প্রতিবেশি রাজিবুল্লাহ এগিয়ে এলে আইউব হোসেন পালিয়ে যায়। রাতে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সকালে স্বজনরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
আশাশুনি থানার ওসি বিপ্লব নাথ জানান, খবর পেয়ে তিনি এসআই হাসানুজ্জামানকে ঘটনাস্থলে প্রেরণ করেছেন। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।