সাতক্ষীরায় আগামী নভেম্বরে ইন্ডিয়ান ভিসা অফিস উদ্বোধন
সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা অফিস স্থাপনের লক্ষ্যে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে মতবিনিময় করেছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজেশ কুমার রাইনা। শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফাস্ট সেক্রেটারি দীপক কুমার ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় ভারতীয় ডেপুটি হাই কমিশনার বলেন, সাতক্ষীরা সদরের এমপি মীর মোস্তাক আহমেদ রবি এ জেলাবাসীর সুবিধার্থে ইন্ডিয়ান ভিসা অফিস স্থাপনের কথা বলেছিলেন। তার কথা রাখতে আগামী নভেম্বরে সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা অফিস উদ্বোধন করা হবে। ভারত-বাংলাদেশ আমরা প্রতিবেশী দেশ। আমাদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরো অটুট রাখতে এ উদ্যোগ। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের প্রশংসা করেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজেশ কুমার রাইনা। উন্নয়ন অগ্রযাত্রায় ভারতের সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি। এসময় ইন্ডিয়ান ভিসাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এমপি রবি। ভারত ও বাংলাদেশের সাথে প্রতিবেশী ও বন্ধুত্বসুলভ সম্পর্ক চিরকাল অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজেশ কুমার রাইনা।