শ্যামনগরে ভিএসও’র বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

শনিবার সকাল ১০ টায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভিএসও’র আয়োজনে শ্যামনগর গ্রামীণ হোটেলের হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অর্ধ-দিবসব্যাপী মুক্ত আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন শ্যামনগর সদর ও কাশিমাড়ী ইউনিয়নের ১১টি ক্লাবের ২৩ জন সদস্য। ক্লাবগুলো হল পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘ, গোবিন্দপুর সোনার বাংলা সংঘ, হাটছালা একতা যুব সংঘ, কাশিমাড়ী কিংস্টার যুব সংঘ, ঘোলা যুব সংঘ, বেতাঙ্গী যুব সংঘ, খুটিকাটা শাপলা যুব সংঘ, দেওল একতা যুব সংঘ, আশার আলো যুব সংঘ, জাওয়াখালী যুব সংঘ ও যাদবপুর যুব সংঘ। মূল আলোচক ছিলেন AYSRHR (Adolescence & Youth Sexual Reproductive Health and Rights) Specialist & Advisor রেগিনা।
সমাজে বাল্যবিবাহ রোধে একজন সচেতন নাগরিক হিসেবে কি কি করণীয়, স্থানীয় সরকার, প্রশাসন এর ভুমিকা কি হতে পারে বা আমাদের নৈতিক দায়-দায়িত্বগুলো কি হওয়া উচিৎ সেগুলো কর্মশালা ও আলোচনার মাধ্যমে উঠে আসে। রেগিনা বলেন, বাল্যবিবাহ কেবলমাত্র অপ্রাপ্ত বয়স্ক মেয়েরই নয় ছেলে মেয়ে উভয়েরই জীবনের ঝুঁকি বৃদ্ধি করে। সেটি তাদের শারিরীক, মানসিক, সামাজিক সব ক্ষেত্রেই ক্ষতিকর প্রভাব ফেলে। প্রচলিত সামজিক প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে অংশগ্রহণকারী সবাইকে অংগীকারাবদ্ধ থাকার জন্য আহবান জানান হয়। এছাড়াও উপস্থিত ছিলেন VSO( Voluntary Services Overseas) South Bengal Project Co-ordinator ইব্রাহিম আলম, VSO সাতক্ষীরা 4th Cycle Team Leader দিলরুবা নাসরিন প্রমুখ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)