দূর্যোগ ব্যবস্থাপনা আইন বিষয়ক প্রশিক্ষণ
বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। ভৌগোলিক অবস্থান ও জলবায়ুগত কারণে এদেশে প্রতি বছর বন্যা, পাহাড় ধ্বস, ঘূর্ণিঝড়, নদীভাঙ্গন, খরা, টর্নেডো, জলোচ্ছ্বাস, কালবৈশাখী ঝড়, বজ্রপাত, লবনাক্ততা ও জলাবদ্ধতার মত নানা ধরনের প্রাকৃতিক দূর্যোগ আঘাত হানে। প্রতিবছর দূর্যোগের প্রভাবে সহায় সম্পদসহ জানমালের ব্যাপক ক্ষতি হয়। এর ফলে, শুধুমাত্র যে জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয় তা নয়, জাতীয় সম্পদ ও অর্থনীতিতে এর সুদূর প্রসারী প্রভাব পরিলক্ষিত হয়। বাংলাদেশ সরকার দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ২০১০ এবং ২০১২ সালে দূর্যোগ ব্যবস্থাপনা আইন পাস করেন। দুর্যোগ মোকাবিলা বিষয়ক কার্যক্রমকে সমন্বিত, লক্ষ্য ভিত্তিক ও শক্তিশালী করা এবং সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনার কাঠামো গড়ে তোলার জন্য এই আইন তৈরি করা হয়েছে। দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী এবং দূর্যোগ ব্যবস্থাপনা আইন সম্পর্কে প্রচারণা ও সচেতনা সৃষ্টির লক্ষ্যে উন্নয়ন সংগঠন সুশীলন এবং আশ্রয় ফাউন্ডেশন অক্সফার্ম বাংলাদেশের সহযোগিতায় দুই দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেন। বিগত ২৭ ও ২৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ সাতক্ষীরা প্রেসক্লাবে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপপরিচালক, স্থানীয় সরকার, সাতক্ষীরা শাহ আবদুল সাদী। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা ডিআরআরও আসফিয়া সিরাত, কৃষিবিদ মো: নূরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: রাশিদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং অফিসার দীপক কুমার বিশ্বাস, জেলা নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বারী, ভয়েস অব সাতক্ষীরার এডিটর এম কামরুজ্জামান এবং টিআইবি, ক্রিসেন্ট, আরা, মুক্তি ফাউন্ডেশন, প্রগতি, সিডো, এসিএফ ও সলিডারিটি ইন্টারন্যাশনাল এনজিও প্রতিনিধি। দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী এবং দূর্যোগ ব্যবস্থাপনা আইন প্রশিক্ষণ কর্মশালা ফেসিলিটেট করেন সুশীলন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার জিএম মনিরুজ্জামান।