ছাত্র-ছাত্রীদের নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা অপরিসীম- এসআই মিরাজ
ছাত্র-ছাত্রীরা স্কুল ফাঁকি দিয়ে পার্কে ছাড়াও বিভিন্ন স্থানে গিয়ে জোড়ায় জোড়ায় দৃষ্টিকটুভাবে বসে সময় কাটাচ্ছে এবং বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে সাতক্ষীরা ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইন চার্জ এসআই শেখ মিরাজ হোসেন তার অধিনস্ত এলাকার বিপদগামী শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্কুলে সচেতনতামূলক প্রচারাভিযানের অংশ হিসাবে সাতক্ষীরা ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে শনিবার বেলা ১১টায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এসময় এসআই মিরাজ তার বক্তব্যে বলেন, স্কুল-কলেজের শিক্ষক ও অভিভাবকরা তাদের সন্তানদের প্রতি খোঁজ-খবর নেয়া জরুরি। তাদের সন্তানরা ঠিকমতো প্রতিদিন স্কুল-কলেজে যাচ্ছে কিনা বা সবগুলো ক্লাসে অংশ নিচ্ছে কিনা, তা প্রতিদিন খোঁজ নেয়া উচিত। শিক্ষার্থীরা নিত্যদিন স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে নিজেদের সীমাবদ্ধ রাখছে না, ঝুঁকে পড়ছে নানান অসামাজিক ও অশ্লীলতা কর্মকান্ডে।
এতে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং নষ্ট হচ্ছে সামাজিক ও নৈতিক মূল্যবোধ। আর এ পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য শিক্ষক ও অভিভাবকদের গুরুত্ব অপরিসীম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমার সন্তানতুল্য, তোমাদের ভাল মন্দ দেখার দায়িত্ব আমারও। তোমার আবেগের বসবর্তি হয়ে অনেক কাজ করে ফেল যেটা সমাজ পরিপন্থি।
তোমরা এখন শুধু লেখা-পড়ায় মনোযোগ দিবে এটায় আমরা আশা করি। কোন শিক্ষার্থী যদি স্কুল টাইমে পার্শ্ববর্তী পার্কে বা অন্য কোন জায়গায় দেখাযায় তাহলে ফাঁড়ি পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
এসময় উপস্থিত ছিলেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান, সহকারী শিক্ষক ফয়জুল হক, আবুল হাসান, মুকুল হোসেন, ফিরোজ হোসেন প্রমুখ।