এবার পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এই অভিনেত্রীর!
‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবার বিভিন্ন অভিনেতার বিরুদ্ধে নানা অভিযোগ এনে ‘টক অফ দ্যা শোবিজ’-এ পরিণত হয়েছেন তিনি। কদিন আগেই অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন এই অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় এবার এক পরিচালকের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনলেন তিনি।
২০০৫ সালে মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘চকোলেট’ নামের একটি চলচ্চিত্র। সেই সিনেমায় নাকি সেটেই তনুশ্রীর সঙ্গে খারাপ আচরণ করেন ছবিটির পরিচালক। সেখানে এই অভিনেত্রীকে পোশাক খুলে নাকি নাচের নির্দেশ দেন বিবেক। সেসময় দুই সহ-অভিনেতা ইরফান খান ও সুনীল শেঠি তনুশ্রীর পাশে এসে দাঁড়ান।
ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন- সেদিন আমার শট ছিল না। আমি অন্য এক অভিনেতাকে টিপস দিচ্ছিলাম। ওই অভিনেতা আমার দিকে তাকিয়ে এক্সপ্রেশন দেবেন। তখন পরিচালক আমাকে পোশাক খুলে নাচতে বলেছিলেন। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ঘটনার এক পর্যায়ে অভিনেতা ইরফান খান নাকি বলেছিলেন, আমার এক্সপ্রেশনের জন্যে তার (তনুশ্রীর) পোশাক খোলার দরকার নেই। এমনিতেই এক্সপ্রেশন দিতে পারবো।
তনুশ্রীর ভাষ্য, এখনো ইরফানের মতো ভালো মানুষ আছে। তাইতো সেদিন এধরনের পরিস্থিতির মধ্যে পড়েও রক্ষা পেয়েছিলাম।
এদিকে, এর আগেও নায়িকা অন্য এক অভিনেতার সঙ্গে হেনস্তার অভিযোগ এনে বলেন, ২০০৯ তে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ের ফ্লোরেই তাকে চরম হেনস্তা করেছিলেন নানা পাটেকর। ওই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন তিনি। ছবির একটি আইটেম গানে ছিলেন তনুশ্রী।
তাতে বাঙালি এই অভিনেত্রীর অভিযোগ, সেই গানের দৃশ্যেই নানা তার সঙ্গে অস্বস্তিকর ব্যবহার করেন। তার দাবি, অন্তরঙ্গ হওয়ার প্রস্তাবও নাকি দিয়েছিলেন এই অভিনেতা। সে সময় সকলেই এ কথা জানলেও কেউ প্রকাশ্যে তনুশ্রীর পাশে দাঁড়াননি বলে অভিযোগ করেছেন তিনি।
তবে তনুশ্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন নানা পাটেকর। তিনি বলেছেন, ওই সময় সেটে অন্তত ৫০ থেকে ১০০ জন লোক ছিলেন।
তনুশ্রী দত্ত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। প্রায় ডজনখানেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া তামিল ও তেলেগু ছবিতেও দেখা গেছে এই অভিনেত্রীকে।