সুন্দরবনের কলাগাছিয়া ভ্রমণ করলেন আইজিপি ড. জাবেদ পাটোয়ারী
এক সংক্ষিপ্ত সফরে সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া বেড়িয়ে গেলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর অভিভাবক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী। আজ শুক্রবার সকাল ৯ টায় সাতক্ষীরা থেকে সড়কপথে সারসরি সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বরসা লঞ্চ ঘাটে পৌঁছান। সেখান থেকে সুন্দরবন বন বিভাগের পরিচালনাধীন কলাগাছিয়া বিনোদন কেন্দ্র সফর করেন এবং অপরূপ সুন্দরবনের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যাবলী অবলোকন করেন। তিনি দুপুরে যাত্রা বিরতিতে মুন্সিগঞ্জ জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এরপর সুশীলন অবকাশ কেন্দ্রে মধ্যাহৃভোজ শেষে বিকাল ৩টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন। শ্যামনগর থানা পুলিশের সার্বিক আয়োজনে আইজিপি ড. জাবেদ পাটোয়ারীর সফর সঙ্গী ছিলেন খুলনা বিভাগীয় পুলিশ প্রধান (ডিআইজি) দেদার আহম্মেদ, নৌ-পুলিশের ডিআইজি মারুফ হাসান, শিল্প পুলিশের ডিআইজি মাহবুব হাসান, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এবং খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, নড়াইল, বাগেরহাট ও মাগুরা সহ ১০ জেলার পুলিশ সুপারগণ, কালিগঞ্জ সার্কেল সিনিয়র এসএসপি ইয়াছিন আলী সাতক্ষীরা জেলার ৮ থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাধীনতার পরে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্তাব্যক্তি এই প্রথম শ্যামনগর সফরকরে গেলেন। শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, পুলিশ মহা পরিদর্শকের আগমন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।