সাতক্ষীরা শহরের রাধানগর এলাকায় দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি সংগঠিত
সাতক্ষীরা শহরের ০৮ নং ওয়ার্ডে রাধানগর এলাকায় দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে কেষ্ট ময়রার ব্রিজ সংলগ্ন রাধানগর কে.এম আশরাফুল হকের বাড়ির মেইন গেটের হ্যাজবোল্ড কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে দরজার তালা ভেঙ্গে তিনটি ঘর তছনছ করে স্টিলের আলমারি ভেঙ্গে নগত টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান বিভিন্ন জিনিস পত্র নিয়ে গেছে। এ ঘটনায় বাড়ির মালিক কে.এম আশরাফুল হক জানান, আমরা বাড়ির সকলেই দুপুর ১২টার দিকে দাওয়াতে গিয়েছিলাম আমরা বিকাল ৪টার দিকে বাড়ি ফিরে এই চুরির ঘটনা দেখতে পাই। আমার ঘরের থাকা স্টিলের আলমারি ভেঙ্গে নগত ৩ লক্ষাধিক টাকা, ৩ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসি পত্র নিয়ে গেছে। চুরির আলামত দেখে মনে হয় একটি বড় ধরনের সংঘবদ্ধ চোর চক্রের কাজ। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার এসআই নিমাই চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু ও শেখ তহিদুর রহমান ডাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনার আগেও শহরে একাধিক স্থানে চুরির ঘটনা ঘটেই চলেছে। শহরবাসী এখন চোর আতঙ্কে ভুগছে। শহরে দিনে-দুপুরে পুলিশের নাকের ডগায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেই চলেছে এসব চুরির ঘটনা পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। পুলিশ চেষ্টা করেও এই বড় ধরনের চোর চক্রকে ধরতে পারছেনা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।