বার বার বিতর্কিত আউটের শিকার হয় বাংলাদেশ!
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে অসাধারণ খেলছিলেন ওপেনার লিটন দাস। ১৫১ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে তখন পথ দেখাচ্ছিল লিটন ও সৌম্য সরকারের জুটি।। কিন্তু কূলদীপ জাদবের বলে দলীয় ১৮৮ রানের মাথায় স্ট্যাম্পিংয়ের আবেদন করলেন উইকেটরক্ষক ধোনি। আম্পায়ার থার্ড আম্পায়ার কল করলেন। টিভি রিপ্লেতে দেখা গেল লিটনের পা দাগের উপরে রয়েছে। সেদিক থেকে বেনিফিট অব ডাউট পাওয়ার কথা ব্যাটসম্যানের।
কিন্তু বাংলাদেশের সমর্থকদের অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার আউট দিলেন লিটনকে। এই বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের ম্যাচে ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দেয়। সবচেয়ে বড় কথা হল পা যেখানে দাগের বাইরে যায়নি খোনে কেন তাকে আউট দেয়া হল?
এভাবে বারবার ভারতের প্রতি আম্পায়ারদের সহানুভূতি কিন্তু নতুন নয়। এর আগে বিশ্বকাপেও ইয়ান গোল্ড ও আলিম দার টাইগারদের বিপক্ষে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত দেন। এই একচোখা নীতির জন্য বিশ্বক্রিকেটে ভারতের নৈতিক অবস্থান যে প্রশ্নবিদ্ধ হবে তা বলাই যায়। ১১৭ বলে ১২১ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেছেন লিটন দাস।