আশাশুনিতে প্রধানমন্ত্রীর ৭২ তম জন্ম দিবস পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্ম দিবস উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে।
প্রথমে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে জন্মদিনের কেক কেটে জন্ম দিবসের শুভ সূচনা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণিল কর্মকান্ড এবং বর্ণাঢ্য জীবনী তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম। ছাত্রলীগ সভাপতি আসমাউল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুদ্ধদেব সরকার, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, সেক্রেটারি মতিলাল সরকার, আ’লীগ সদস্য মেম্বার আলমগীর হোসেন আঙ্গুর। সভায় যুবলীগ নেতা সাংবাদিক এম এম সাহেব আলি, আনিছুর রহমান বাবলা, উপজেলা ছাত্রলীগ সেক্রেটারি সৌরভ রায়হান সাদ, সরকারি কলেজ ছাত্রলীগ সেক্রেটারি তানভীর রহমান রাজ, ছাত্রনেতা আলামিন, তারিক, তাজ, শাহারুল, নাহিদ রানা বাবু, মিলন, জহুরুল, শাওন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।