সাতক্ষীরায় বজ্রপাতে এক আনসার সদস্য নিহত হয়েছেন
সাতক্ষীরায় বজ্রপাতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা ৩১ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে এ ঘটনা ঘটে।
নিহত আনসার সদস্যের নাম সাগর রায় (২২)। তিনি নীলফামারী জেলার হররঞ্জন রায়ের ছেলে। তিনি এ বছর আনসার ব্যাটালিয়নে যোগ দেন।
৩১ আনসার ব্যাটালিয়ন কমান্ডার মোরশেদা খানম জানান, সাগর রায় বজ্রপাতের শব্দ শুনে তারে ঝুলানো কাপড় তুলতে যান। এ সময় নারকেল গাছে বজ্রপাতের সঙ্গে সঙ্গে ওই তার বিদ্যুতায়িত হয়ে আহত হন সাগর। গুরুতর আহত অবস্থায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Please follow and like us: