রিলে ধর্ষণ, খেপে গেলেন অভিনেত্রী
বলিউডে প্রায় ২৫ বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী কাজল। কিন্তু, কেরিয়ারের শুরুতে অভিনয়ের জন্য যে ধরনের প্রস্তাব তাকে দেয়া হয়, তা ভাবলে এখনো শিউরে ওঠেন এ অভিনেত্রী।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হয়ে কাজল বলেন, ‘বেখুদি’ দিয়ে বলিউডে ডেবিউ করেন। এরপর ১৯৯৪ সালে করেন ‘উধার কি জিন্দগি’। ১৯৯৮ সালে তিনি স্বাক্ষর করেন ‘দুশমন’-এ। কিন্তু, ওই সিনেমার মাঝ পথে তিনি জানতে পারেন, ‘দুশমন’-এ রয়েছে একটি ধর্ষণের দৃশ্য। আর ওই কথা জানার পরই ‘দুশমন’ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন কাজল।
তার কথায়, ক্যামেরার সামনে কেউ তার সঙ্গে ওই ধরনের ব্যবহার করবেন, তা কিছুতেই মেনে নিতে পারবেন না কাজল। আর সেই কারণেই ‘দুশমন’-এ স্ক্রিন শেয়ার করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।
অভিনেত্রীর কথা শুনে ফাঁপরে পড়ে যান পরিচালক, প্রযোজক। কাজলের জেদের জেরে মাঠে নামতে হয় পরিচালক পুজা ভাট-কে। কাজলকে দিয়ে কোনোভাবেই এ ধরনের দৃশ্যে অভিনয় করতে হবে না বলে আশ্বাস দেন তিনি। পরিচালকের আশ্বাস পেয়ে শেষ পর্যন্ত আবার শুটিং শুরু করেন কাজল। আর শেষে রিলে ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে হয়নি তাকে।
‘দুশমন’ মুক্তি পাওয়ার পর বেশ কয়েকটি পুরস্কার জিতে নেন বলিউডের এ ডিভা। এই সিনেমায় ‘ভিলেন’-এর চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ারের পুরস্কার জিতে এন আশুতোষ রানা, তেমনি সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে পুরে নেন কাজল।
তারপর ‘গঙ্গা’ দিয়ে অনেক জল গড়িয়েছে। ‘কুছ কুছ হত হ্যায়’ থেকে শুরু করে ‘বাজিগর’ কিংবা ‘ফানহা’ বলিউডে একের পর হিট ছবি উপহার দিয়েছেন বাঙালি অভিনেত্রী।
সম্প্রতি তিনি ব্যস্ত আগামী সিনেমা ‘হেলিকপ্টার ইলা’-র প্রমোশনের কাজে। মূলত মা-ছেলের এক অনবদ্য গল্প বলবে ‘হেলিকপ্টার ইলা’। এই সিনেমায় কাজলের ছেলের ভূমিকায় অভিনয় করছেন রিদ্ধি সেন।