বুধহাটা প্রেসক্লাবে অবঃ সেনা সদস্য বাদশার সংবাদ সম্মেলন
আশাশুনি উপজেলার বুধহাটা আ লিক প্রেসক্লাবে মাদারবাড়িয়া সবুজ কল্যাণ সংস্থার সভাপতি অবঃ সেনা সদস্য রবিউল ইসলাম বাদশা সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে বাদশা বলেন, ২/২/১৮ তাং হতে সংস্থার সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করছি। ২৪/৯/১৮ তাং কতক সদস্যকে তাদের নিজ উদ্যোগে অব্যাহতি দেওয়া হয়। আমি একজন সরকারি চাকুরীজীবি। বাড়ি আসার পর তাদের যুক্তিতে সংগঠন করি। ভিলেজ পলিটিক্স না জানার সুযোগে তারা আমার নিকট থেকে মোটা অংকের অর্থ পেতে চেষ্টা করে না পেয়ে তারা সংস্থাকে নিষ্ক্রিয় করতে চেষ্টা করে। কিন্তু মানির মান আল্লাহ রক্ষা করেন, ২/৪ জন সৎ মানুষের আশ্রয়ে আমাকে কোন অর্থ হারাতে হয়নি। তারা সংস্থা থেকে চলে যাওয়ার সময় কিছু ব্যবহারিক জিনিসপত্র ও অনেকের দেওয়া অনুদানের দ্রব্যাদি নিয়ে যায়। তাতে আমি কিছু দাবি করিনি। আমি অনেক সদস্যকে ব্যক্তিগতভাবে সাহায্য করেছি, অসহায় মানুষকে নিজ অর্থে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি। ঈদ সামগ্রী বিতরণ করেছি। সরকারি চাউলের কার্ড এনে সংস্থার ও গ্রামের অনেককে দিয়েছি। বিপদে ও বিচারে অনেককে সাহায্য করতে চেষ্টা করেছি। যার খবর স্থানীয় ও আ লিক কমপক্ষে ১৪/১৫ টি পত্রপত্রিকায় একাধিকবার প্রকাশিত হয়েছে। এতকিছুর পরও সংস্থা থেকে চলে যাওয়া ব্যক্তিরা নানাভাবে আমাকে অপমান অপদস্থ করতে চাচ্ছে। এরকারণ হয় তবা আমার রক্তের বিনিময়ে ইনকামের ৫ লক্ষ টাকা দাবি করেছিল সেটি না দেওয়া। এবং তাদের বেশির ভাগ গ্রামের মানুষ হওয়ায় সংস্থা করতে কত ত্যাগ, পরিশ্রম, কত কষ্ট করতে হয় না জানা। আমি সংস্থার সদস্য বা ওয়ার্ডবাসীকে বলতে চাই, দয়া করে কেউ আমাকে মিথ্যা অপবাদ না দিয়ে সংস্থা সুন্দরভাবে চলে তার জন্য অর্থ দিয়ে নয় বরং সুবুদ্ধি দিয়ে সাহায্য করুন। তাতে সবাই উপকৃত হবে। তাদের অব্যাহতির পর মেম্বার আঙ্গুর হোসেন, তারিকুল ইসলামকে উপদেষ্টা, আমি সভাপতি, জুলফিকর আলী জুয়েলকে সাধারণ সম্পাদক করে উপজেলা চেয়ারম্যান সাহেব কর্তৃক অনুমোদিত আরও ৪৪ জন সমন্বয়ে ৫৮ জনকে নিয়ে সংস্থাটি পূর্ণগঠন করা হয়েছে। আমি সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।