আশাশুনির দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিবস পালন
আশাশুনি উপজেলার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে ২৮ সেপ্টেম্বর জাতির জনক বন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের নির্দেশনা মত উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার দুপুর ১২ টায় শোভনালী ইউনিয়নের বাটরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় দিবসের শুভ উদ্বোধন করেন। মাদরাসার সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের নিয়ে সমাবেশে শেখ হাসিনার জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন, শিক্ষা অফিসার শামসুন্নাহার, সহকারী শিক্ষা অফিসার আঃ রাকিব, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম, মাদরাসার সুপার মাওঃ সাইফুদ্দিন। মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওঃ খোরশেদ আলম। পরে আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, শিক্ষা অফিসার শামসুন্নাহার, সহকারী শিক্ষা অফিসার আঃ রকিব, রবিউল ইসলাম, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মণ্ডল প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ আঃ গফফার।