সাতক্ষীরায় অসহায় পরিবারের মাঝে স্বল্প ব্যয়ে স্বস্তির ঘর উদ্বোধন
সাতক্ষীরায় অসহায় পরিবারের মাঝে স্বল্প ব্যয়ে স্বস্তির ঘর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে আকস্মিক ঘূর্ণি ঝড় এবং বর্ষায় ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা অন্যের ব্যাথা নিজের ব্যথা মনে করেন বলেই জাতির জনকের কন্যা আজ জননেত্রী। বিশ্ববাসী এজন্য জননেত্রী শেখ হাসিনাকে মানবতার মা উপাধি দিয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাতক্ষীরা সদর (অতিঃ দাঃ) মাহফুজুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহীন, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, লাবসা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ফেরদৌসি ইসলাম মিষ্টি, ইউপি সদস্য কাজী মনিরুল ইসলাম, ইউপি সদসৗ আজিজুল ইসলাম, ইউপি সদস্য সাঈদ সরদার, ইউপি সদস্য জামির আলী, মহিলা ইউপি সদস্য সুফিয়া খাতুন, মহিলা ইউপি সদস্য মাসুদা খাতুন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান তোতা প্রমুখ। ১৩ নং লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের ০৮ নং ওয়ার্ডে খাদিজা খাতুন ও একই এলাকার হালিমা খাতুনকে স্বল্প ব্যয়ে স্বস্তির ঘরের চাবি প্রদান করা হয়।