শ্যামনগরে জাতীয় শিক্ষা পদক প্রাপ্তদের সংবর্ধনা
শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে শ্যামনগর উপজেলা ও জেলা থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত শিক্ষক-অভিভাবকদের জন্য এক সংবর্ধনার আয়োজন করে। সহকারী কমিশনার(ভূমি) সুজন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস এম মহসিন উল মুলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার এ বি এম নাজমুল হক। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার এ বি এম নাজমুল হক, শ্রেষ্ঠ শিক্ষিকা গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা কাজল, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শ্যামনগর শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক সহ আরো অনেকে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ রোকনুজ্জামান সহ শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ের ১২ টি ইউনিয়নের ১২ জন সচিবও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে থেকে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদেরকে সংবর্ধনা দেওয়া হয়।