ফিংড়ীতে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফিংড়ী পাইওনিয়ার ক্লাব চ্যাম্পিয়ন
সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় ফিংড়ী কাছারী বাড়ি ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফিংড়ী পাইওনিয়ার ক্লাব ফুটবল একাদশ বনাম ফিংড়ী সূর্যমূখী ফুটবল একাদশের মধ্যকার খেলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। এতে ফিংড়ী পাইওনিয়ার ক্লাব ফুটবল একাদশ ৪-২ গোলে সূর্যমূখী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান। সমগ্র খেলাটি পরিচালনা করেন হারুন-অর রশিদ (কাঁজল)।
Please follow and like us: