কলারোয়া বিবিআরএনএস ও হঠাৎগঞ্জ হাইস্কুলের একাডেমিক ভবনের ভিত্তিফলক উন্মোচন
কলারোয়া বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয় ও হঠাৎগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় কলারোয়ার বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে চারতলা ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। ভিত্তিফলক উন্মোচনী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, কলারোয়া পাবলিক ইন্সটিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, যশোরের নতুনহাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিবিআরএনএস হাইস্কুলের প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দিক বাবর। এছাড়া সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ একই দিন (বুধবার) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক এমএ ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক আবুল হাসান।