কলারোয়ায় সাংবাদিকদের নিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
কলারোয়ায় আহছানিয়া মিশনের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান।
ঢাকা আহছানিয়া মিশনের আমাদের কলারোয়া প্রকল্প’র আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় কলারোয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
এ সময় প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব হোসেন। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কলারোয়া রিপের্টার্স ক্লাবের সভাপতি পলাশ খান চৌধুরী, সহ.সভাপতি এসএম জাকির হোসেন, কলারোয়া নিউজ’র সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কলারোয়া বার্তার সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, কলারোয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, এমএ সাজেদ, আকবার আলী, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, জুলফিকার আলী, সরদার জিল্লু, মনিরুল ইসলাম, সুজাউল হকসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।