কলারোয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনের ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাস্টার মনিরুজ্জামান বুলবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।
সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন আফজাল হোসেন হাবিল, এসএম মনিরুল ইসলাম, মাস্টার নুরুল ইসলাম, শেখ ইমরান হোসেন, রবিউল হাসান, আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, শামছুদ্দীন আল মাসুদ বাবু, আবুল কালাম আজাদ, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া বার্তার সম্পাদক প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম লিটন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এমএ সাজেদ, আকবার আলী, রিপোর্টার্স ক্লাবের সহ.সভাপতি এসএম জাকির হোসেনসহ বিভিন্ন বিজিবি ক্যাম্পের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও কমিটির সদস্যবৃন্দ।