আশাশুনিতে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন
আশাশুনিতে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পটগান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রূপান্তর ও অগ্রগতি সংস্থার সহযোগিতায় পিচ কনসোর্টিয়াম বিডির আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড সহকারে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। ইউআরসি ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পিচ কনসোর্টিয়াম ডিরেক্টর শাহাদাৎ হোসেন বাচ্চু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক বদিউজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার উপজেলা কর্মকর্তা তহিদুজ্জামান তহিদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে এপিএস ডিগ্রী কলেজের আল রাজীব ও চাপড়া হাই স্কুলের সাদিয়া সুলতানা। আলোচনা সভা শেষে রূপান্তরের শিল্পীদের সমন্বয়ে গঠিত পটগান দলের নেতৃত্বে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার তথ্য সম্বলিত পটগান অনুষ্ঠিত হয়।