দেবহাটার নওয়াপাড়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত
দেবহাটারয় নওয়াপাড়ায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন ২০২১ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আবুল কাশেম, নুরুজ্জামান, মিজানুর রহমান মিজান, আছমাতুল্লাহ গাজী, মজিবর রহমান, আবুল কাশেম, আকবর আলী, আবুল খায়ের তারু, আলপনা অধিকারী, ফতেমা খাতুন প্রমুখ।
Please follow and like us: