স্বাস্থ্য বিভাগের কোন দক্ষ প্রতিনিধি না থাকায় বুধহাটায় হেপাটাইটিস টিকাদান বন্ধ
আশাশুনি উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে অননুমোদিত ভাবে হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষা ও টিকাদান কার্যক্রম উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বন্ধ হয়ে গেছে।
আল নূর ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সংস্থা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারের অজ্ঞাতে ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি না নিয়ে বুধহাটা কলেঃ স্কুলে সোমবার কার্যক্রম শুরু করে। সংস্থা হেপাটাইটিস বি (জন্ডিস) ভাইরাস এর উপর স্বল্পমূল্যে হেপাটাইটিস পরীক্ষা, টিকাদান করবে বলে সিভিল সার্জন সাতক্ষীরার নিকট থেকে ১১/৫/১৭ তাং অনুমোদন নেয়। অনুমোদন পত্রে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ও উপযুক্ত টেকনিশিয়ান দ্বারা এনজেরিক-বিসহ নির্ধারিত ৪টির মধ্যে যেকোনো টিকা সঠিক তাপমাত্রা সংরক্ষণ, পরিবহন ও প্রয়োগ করার শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। কিন্তু সংস্থাটি উপজেলা স্বাস্থ্য বিভাগের কোন দক্ষ প্রতিনিধি না নিয়ে নিজেরা ইচ্ছামত পরিবেশে তাপমাত্রা সংরক্ষণ, পরিবহন ও প্রয়োগের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ অবস্থায় কার্যক্রম পরিচালনা করতে থাকে। এতে টিকা ব্যবহারকারিদের ক্ষয়ক্ষতির আশংকা আছে কিনা, পার্শ্বপ্রতিক্রিয়া হবে কিনা এমন সংশয় নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের বাচ্চাদের টিকা দিয়েছেন। ৭২ জনকে টিকা দেওয়ার পর স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থানে পৌছে দেখেন স্বাস্থ্য বিভাগের দক্ষ কোন প্রতিনিধি সেখানে না নিয়েই টিকা দেওয়া ও পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম চালান হচ্ছে। সংস্থার উপ পরিচালক গোলাম মোস্তফা ঘর্মাক্ত অবস্থায় টিকা দিচ্ছেন এবং তার আরও কয়েক সহযোগী রক্ত গ্রহণ, প্রত্যেকের নিকট থেকে ১ম বারের জন্য ২৫০ টাকা করে আদায় ও অন্য কার্যক্রম করছেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বললে তারা জানেনা বলে জানান। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে স্কুল কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ করে দেন।