শ্যামনগরে পালিত হল সবুজ উপকুল কর্মসূচি
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ সোমবার উপকুল বাংলাদেশের আয়োজনে বারসিকের সহায়তায় শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা বৃদ্ধি,পরিবেশ সংরক্ষণে উদ্যোগী হতে,লেখালেখির চর্চা বৃদ্ধি সহ অন্যান্য উদ্দেশ্যে নিয়ে পালিত হল সবুজ উপকুল কর্মসূচি ২০১৮। র্যালি শেষে বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্যের সভাপতিত্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারসিক শ্যামনগরের এলাকা সমন্বয়কারী পার্থ সারথি পাল,বুড়িগোয়ালিনী ইউপি সদস্য জি এম আব্দুর রউফ,বারসিক কর্মকর্তা মননজয় মন্ডল । শিক্ষক রনজিৎ বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ রবিউল ইসলাম, শিক্ষার্থী সুমাইয়া সুলতানা প্রমুখ। আলোচনা শেষে রচনা, সংবাদ লিখন, ছবি আঁকা, দেওয়াল পত্রিকা বেলাভূমি প্রকাশের সহায়তাকারী সহ অন্যান্যদের পুরস্কার প্রদান করা হয়।