ঝাউডাঙ্গায় ওভারলোডিং থেকে মুক্তিপেল ৬০ পরিবার
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ঝাউডাঙ্গা জোনাল কার্যালয়ের তড়িৎ সিদ্ধান্তে কয়েক বছর যাবৎ ওভার লোডিং এ থাকা ৬০ পরিবার মুক্তি পেল বলে জানাগেছে।
প্রকাশ থাকে যে বল্লী ইউনিয়নের ভাটপাড়া পূর্বপাড়া ভাটা সংলগ্ন এলাকায় প্রায় ৬০-৭০ টি পরিবারের বসবাস। প্রত্যেকের বসতবাড়িতে বৈদ্যুতিক সংযোগ আছে। কিন্তু নির্ধারিত সংযোগের তুলনায় ট্রান্সফর্মা লোড না থাকায় সামান্য ঝড় বৃষ্টি হলেই উক্ত ট্রান্সফর্মা থেকে ফিউজ আউট হয়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারপরে আবার অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে সংযোগ পেতে হয়। এ ভাবেই ভোগান্তিতে কাটে কয়েক বছর। বিষয়টি নিয়ে গত ২৩ সেপ্টেম্বর সাবেক চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউর সহমান এ জি এম কম স্বপন কুমার পালকে জানালে কতৃপক্ষ দ্রুত তম সময়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। কিন্তু কতৃপক্ষকে জানানো মাত্রই যেন “মেঘ না চাইতেই বৃষ্টি”, ২৪ তারিখ সকাল হতেই ঝাউডাঙ্গা বিদ্যুৎ কর্তৃপক্ষ যথাস্থানে ট্রান্সফর্মা পরিবর্তনের জন্য ২৫ মেগা ক্ষমতাসম্পন্ন ট্রান্সফর্মা নিয়ে হাজির হলে গ্রাহকদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন ভোগান্তিতে থাকা পরিবারগুলো বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারিদের কাজে খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছেন।
এ বিষয়ে ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুতের এ জি এম কম স্বপন কুমার পাল জানান, বর্তমান সরকারের বিদ্যুৎ বিভাগের প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা যথা সময়ে গ্রাহক সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, কলারোয়া সাবস্টেশনে ইতি মধ্যে ১৫ মেঘাওয়টের স্থানে ২৫ মেঘাওয়াট যোগ হয়েছে। আগামীতে আর লোডশেডিং থাকবে না।