সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত
সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মোঃ আহাদ। তথ্য অধিকার আইন বাস্তবায়নই নিশ্চিত করতে পারে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার সহায়ক পরিবেশ এই বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষে অবস্থান নেয় সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় ও পক্ষে অবস্থান নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। এছাড়া বিভিন্ন স্কুলের অংশগ্রহণে ছড়া প্রতিযোগিতা আরম্ভ হয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন প্রফেসর আব্দুল হামিদ এবং বিচারকের দায়িত্ব পালন করেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সিটি কলেজের সহকারী অধ্যাপক কৃষ্ণপদ সরকার, গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন ও সহকারী কমিশনার স্বজল মোল্লা। ২৪ সেপ্টেম্বর সোমবার বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা সরকারি কলেজ এছাড়া ছড়া প্রতিযোগিতা ৯ম, ১০ম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা। তথ্য অধিকার মেলায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসন সাতক্ষীরা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীর পৌরসভা, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা রেজিষ্ট্রি অফিস, উপজেলা সেটেলমেন্ট অফিস, উপজেলা ভূমি অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ বিভাগ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা সমাজসেবা অধিদপ্তর, জেলা আনসার ও ভিডিপি, কাষ্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগ, বিআরটিএ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, এনজিও কর্নার এবং টিআইবি।