বুধহাটায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের জমি দখলের অভিযোগ
আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে বড় ভাইয়ের দীর্ঘদিনের প্রাচীর ঘেরা ভোগদখলীয় জমি ছোট ভাই কর্তৃক দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধহাটা গ্রামের মৃতঃ দবির উদ্দিন ঢালীর পুত্র আঃ মালেক জানান, বুধহাটা মৌজায় এসএ ১৯৭ খং, ১৯৫ দাগে, হাল জরিপে খং ২১৭, দাগ নং ৩০৩ এ ৮৮ শতক জমির মধ্যে ৩৩ শতক জমি একই গ্রামের আঃ জব্বার গাইনের নিকট থেকে ক্রয় করেন তারা ৫ জন গ্রহীতা। দলিল নং ৩৮৫৪, রেজিঃ তাং ২৯/৬/৭৩। যার মধ্যে তার অংশ ৫ শতক। তাদের সকল জমাজমির একটি রেজিঃ বন্টননামা হয় ১৩/১২/৯২। নং ৫৫৮৮। বন্টননামায় তার অংশে উক্ত জমি রাখা হয়েছে। সেই থেকে তিনি জমি দখল ও চেক দাখিলা কেটে আসছেন। ১৯৯৩ সালে তিনি উক্ত জমিতে পাকা ইটের গাঁথনিতে সীমানা প্রাচীর দেন। জমিতে তখন আম ও মেহগনি গাছ লাগান হয়েছিল। যা বর্তমানে বৃহৎ আকৃতি ধারণ করেছে। কিন্তু গত ১০/১৫ দিন পূর্বে তার ছোট ভাই আবু ছালেক ঢালী কাউকে কিছু না বলে উক্ত প্রাচীরের মধ্যে ঢুকে ২টি আমের চারা রোপণ করে এবং প্রাচীরের গ্রিলের তালা ভেঙ্গে সেখানে নতুন চাবি লাগিয়ে জমিতে অবৈধ দখলে যান বলে তিনি (আঃ মালেক) অভিযোগ করেন। প্রতিবেশী নাজিম উদ্দিন সানা, রুহুল আমিন, শফিকুল মোল্যা ও আবু সাইদ ঢালী জানান, আঃ মালেক উক্ত জমিতে দীর্ঘকাল দখলে আছেন। জমির চারিপাশে তিনি পাকা প্রাচীর দিয়ে দখল করে আসছেন। আবু সালেকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ওটি তার জমি, সীমানা প্রাচীর তিনি দিয়েছেন এবং গাছ তারই লাগান। কয়েকদিন আগেও দু’টি গাছ লাগিয়েছেন।