বাঁশদহে মির্জানগর দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রবি
মির্জানগর দাখিল মাদ্রাসার চারতলাবিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদরের বাঁশদহ মির্জানগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মির্জানগর দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ’র সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা সবার জন্য শিক্ষা এবং দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণ করে দিয়েছেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ ও বেতনভাতা বৃদ্ধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্ত করে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের সকল সেক্টরে উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের প্রতিফলনে দেশে এখন নৌকার জোয়ার বইছে। সাতক্ষীরা সদরে রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে বলেই সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য নিয়ে উঠান বৈঠকে বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল তার প্রমাণ। এসব মানুষের ভালবাসায় আমি সিক্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মফজুলার রহমান খোকন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, মির্জানগর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতার জ্যৈষ্ঠ পুত্র সাবেক ব্যাংক কর্মকর্তা এ.জি.এম আব্দুল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলি মো. তানভীর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনসার আলী, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম প্রমুখ। “নির্বাচিত বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীতবিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মির্জানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. জালাল উদ্দিন ও বাঁশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান।