পারুলিয়ায় ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
দেবহাটার পারুলিয়ায় ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। রোববার সকাল ৮টায় উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ২য় চক্রের স্বপ্ন-কর্মীদের যোগ্যতা ভিত্তিক পেশাগত মানউন্নয়নে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়। পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করে। এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি সচিব আব্দুল হাকিম, প্যানেল চেয়ারম্যান সালাউদ্দীন সরাফি, স্বপ্ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার আবু জাফর সিদ্দিক মিলন, পারুলিয়া ইউনিয়ন ওয়ার্কার লিটন হোসেন, কুলিয়া ইউনিয়ন ওয়ার্কার রুমা খাতুন, দফাদার নুরুল ইসলামসহ পারুলিয়া ও কুলিয়া ইউনিয়নের ২৮জন স্বপ্ন কর্মী। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন সুশীলনের মাস্টার ট্রেনার আব্দুল্লাহ আল-মামুন। এসময় স্বপ্ন কর্মীদের যোগ্যতা অনুযায়ী ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন আলোচনা করা হয়।