বাম জোটের ৩ নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে বিবৃতি
গত ২০ সেপ্টেম্বর১৮ তারিখে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাম গণতান্ত্রিক জোট, সাতক্ষীরা জেলা শাখা নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়াসহ বিভিন্ন দাবি নিয়ে জেলা নির্বাচন কমিশন অফিস অভিমুখে বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উল্লেখিত তারিখে জোটের কর্মীবৃন্দ সমবেত হয়। পরবর্তীতে বেলা ১২টার সময় প্রেসক্লাবের সামনে থেকে জোটের কর্মীবৃন্দ কর্মসূচি পালনের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে পুলিশ প্রশাসন কর্মসূচি পালনে বাধা প্রদান করে এবং জোটের তিন জন নেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, বাসদ (মার্কসবাদী)জেলা সদস্য এড. খগেন্দ্র নাথ ঘোষ এবং প্রশান্ত রায়। পুলিশ প্রশাসন গ্রেফতারকৃতদের নামে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কর্মী, নাশকতা মূলক এবং রাষ্ট্রদ্রোহি কর্মকান্ডে জড়িত বলে মিথ্যা এবং হয়রানি মূলক মামলা দিয়ে গত ২১ সেপ্টেম্বর১৮ তারিখে জেল হাজতে পাঠায়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ৩ নেতাই ডায়াবেটিস এবং হৃদরোগে ভুগছেন। গ্রেফতারকৃত ৩ নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন, বাসদের সংগঠক এড. আজাদ হোসেন বেলাল, সিপিবি’র জেলা সভাপতি মোঃ আবুল হোসেন, বাসদ(মার্কসবাদী) সমন্বয়ক চিত্ত রঞ্জন সরকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মোঃ রইফ উদ্দিন সরদার এবং ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক অরুণ কুমার। বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোট সাতক্ষীরা জেলার পক্ষ থেকে উল্লেখিত ৩ নেতার অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।