কুল্যায় জমি দখলে বাধা দেওয়া গৃহবধুকে মারপিট
আশাশুনি উপজেলার কুল্যায় জমি দখলে বাধা দেওয়ায় এক গৃহবধুকে গাছের সাথে বেধে নির্মমভাবে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গৃহবধুকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুনাকরকাটি গ্রামের রেজাউল গাজীর স্ত্রী রিনা পারভিন জানান, তিনি স্বামীর পৈত্রিক সম্পত্তিতে বিয়ের পর থেকে অন্যদের সাথে বসবাস করে আসছেন। ২০ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে দাদপুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে কাজল, লাভলু, বজলু, গুনাকরকাটি গ্রামের মৃত সৈয়দ গাজীর স্ত্রী ছবিরন, মিজানুরের স্ত্রী জাহানারা ও ছেলে
রানা শাবল, দা ইত্যাদি নিয়ে তাদের বাড়ির অংশে ঢুকে ঘেরাবেড়া দিয়ে দখলের চেষ্টা করে। বাধা দিলে রিনাকে বেদম মারপিট করে। এক পর্যায়ে তাকে আম গাছের সাথে বেধে বেদম মারপিট করা হয়। রানা লাঠি দিয়ে আঘাত করতে গেলে তার মার গায়ে লাগে। স্থানীয় লোকজন রিনাকে উদ্ধার করে থানা পুলিশকে দেখিয়ে আশাশুনি হাসপাতালে ভর্তি করে।
রিনা পারভিন একা মার খেলেও প্রতিপক্ষের ছবিরনকে আহত দেখিয়ে এ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।