সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস মালিক সমিতির নির্বাচন স্থগিত
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি (রেজিঃ নং- খুলনা-২০৯১) এর ২২ সেপ্টম্বরের নির্বাচন সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সদর সার্কেল মেরিনা আক্তার স্বাক্ষরিত এক পত্রে এ বিজ্ঞপ্তি প্রদান করা হয়।
ওইপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর১৮ তারিখে নির্বাচনের দিন ধার্য্য ছিল। কিন্তু নির্বাচনের বিষয়ে বিভাগীয় শ্রম আদালত, খুলনায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-শ্রম ৮০/২০১৮। ওই মামলায় নির্বাচন পরিচালনা কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়া হবে না এই মর্মে সংশ্লিষ্ট আদালত কারণ দর্শনোর নোটিশ জারি করেছে।
এমতাবস্থায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে আগামী ২২ সেপ্টেম্বরের নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়।