সেই মোকছেদের ভাই কওছার এখন দেবহাটার জনগনের ত্রাস!
দেবহাটায় ২০১৩ সালে নৈরাজ্য নাশকতা করে জনমনে ত্রাস সৃষ্টি করেছিল জামাত-বিএনপি। বিএনপি-জামাতের অন্যতম দুর্ধর্ষ ক্যাডার অস্ত্রবাজদের মধ্যে মোকছেদ আলী একজন। প্রধানমন্ত্রীর প্রতিকী কবর তৈরি করেছিল মোকছেদ। সম্প্রতি সে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। কিন্তু সেই মোকছেদের আপন ভাই কওছারের অত্যাচারের শিকার এবার নিরীহ গ্রামবাসি। ভূমিহীন পল্লীতে বেপরোয়া হয়ে উঠে কওছার ও তার লোকজন। চালাচ্ছে চাঁদাবাজি। চাঁদা না দিলে কওছারের লোকজন দিচ্ছে হুমকি। কওছার ও তার বাহিনীর লোকজনের কাছে ইতোমধ্যে প্রতারণা ও অত্যাচারের শিকার হয়েছেন অন্তত ১৭ জন নিরীহ মানুষ। এলাকাবাসি কওছারের অত্যাচার সইতে না পেরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে গণদরখাস্ত করলেও কওছার রয়েছে বহাল তবিয়তে। কোন প্রকার আইনী ব্যবস্থা গ্রহণ না করায় কওছারের অত্যাচারের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত গরীব অসহায় মানুষের জমি ও ঘরবাড়ি দখল করছে। ভাড়াটে ঢালী হিসেবেও সে দেবহাটার বিভিন্ন স্থানে মহড়া দেয় বলে জানান এলাকাবাসি। সরকারি জমি দখল করে সে অঢেল সম্পদের মালিক হয়েছে। গরীব ভূমিহীন জমি দেয়ার কথা বলে আদায় করেছে লক্ষ লক্ষ টাকা। জমি তো হয়নি, বরং টাকা ফেরত চাইলে হত্যার হুমকি শুনতে হচ্ছে এসব অসহায় মানুষকে। পত্রপত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ হলেও কওছারের টিকি স্পর্শ করেনি প্রশাসন। এতে করে সে আরো বেপরোয়া হয়ে উঠেছে। দেবহাটা উপজেলার গোবরাখালি এলাকার মৃত কেয়ামুদ্দীন গাজীর ছেলে এই কওছার গাজী এখন এলাকার ত্রাস। তার ভাই মোকছেদ ছিল এলাকার আতঙ্ক। কওছারের অত্যাচার থেকে রেহাই চেয়েছে এলাকাবাসি। তারা অবিলম্বে কওছারের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।