শোভনালী ইউনিয়নে ভিজিডি কার্ডে চাল বিতরণ
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ভিজিডি কার্ডে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা হতে বিরতিহীন ভাবে শোভনালী ইউনিয়ন পরিষদ চত্তরে ৩৬০জন কার্ডধারীকে মাথাপিছু ৩০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন ইউ পি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, ইউ পি সদস্য দিলীপ কুমার মন্ডল,মোঃআজিজ সরদার,আলমঙ্গীর হোসেন,মোঃআঃগফফার সরদার,উদয় কান্তী বাছাড়,ফারুক হোসেন, মোঃনজরুল ইসলাম গাইন, আঃহান্নান পাড় ও সালেহ আহমেদ প্রমূখ।একই দিনে শোভনালী ইউনিয়নে গোদাড়া বাজার সংলগ্ন খাদ্য শস্য ডিলার মোঃশাহিন আলমের নিজ বাড়ীতে ১০টাকা কেজি দরে ৭নং ওয়ার্ডের ২৪২ জন দুস্হ ও অসহায় পরিবার কে মাথাপিছু ৩০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউ পি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন,ট্যাক অফিসার,ইউপি সদস্য নজরুল ইসলাম ও ডিলার শাহিন আলম।