ভোমরায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন
ভোমরায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় ভোমরাস্থল বন্দরে রাফসান এন্টারপ্রাইজ এর এজেন্ট ব্যাংকিং ১৩৭তম শাখার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের খুলনা জোনের হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা মাহবুব আলম, সাতক্ষীরা শাখা ম্যানেজার শেখ আব্দুস সালাম, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা। শুরুতে ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল মজিদের স লনায় স্বাগত বক্তব্য রাখেন ভোমরা স্থলবন্দর রাফসান এন্টারপ্রাইজ এজেন্ট ব্যাংকের পরিচালক কবির হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, বিশিষ্ট ব্যবসায়ী অহিদুল ইসলাম, খালিদ হাসান শান্ত, সাবেক ইউপি চেয়ারম্যান আছাদুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।