বেনাপোল স্থালবন্দর দিয়ে ভারত থেকে আমদানি ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত রাইডিং ঘোড়া
বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ বৃহস্পতিবার ভারত থেকে ২০ টি প্রশিক্ষণপ্রাপ্ত রাইডিং ঘোড়া আমদানি করা হয়েছে। এ ঘোড়াগুলি বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। বাংলাদেশ পুলিশ হেড কোয়াটার এই ঘোড়াগুলি আমদানি করেছেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, উন্নত জাতের প্রশিক্ষণপ্রাপ্ত এ রাইডিং ঘোড়া গুলি ঢাকাস্থ বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে ব্যবহারের জন্য ভারত থেকে আমদানি করা হয়েছে। এ ঘোড়াগুলির আমদানি মূল্য ১ লাখ ৭৯ হাজার ২শ মার্কিন ডলার। সরকারের রাজস্ব দেওয়া হয়েছে ১৫ লাখ ৪২ হাজার টাকা। ভারতের প্রিতম সিং ঠান্ডু এন্ড সন্স নামে এক রফতানীকারক প্রতিষ্ঠান এই ঘোড়াগুলি বাংলাদেশে রফতানি করেছেন। বেনাপোল কাস্টমস হাউসের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ঘোড়াগুলি সাভার ডেইরি ফার্মে নিয়ে যাওয়া হবে।
Please follow and like us: