পেনাল্টি গোলে জুভেন্টাসের জয়
জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকে সৃষ্টি হলো এক নতুন ইতিহাস। চ্যাম্পিয়ন্স লিগে নিজের ক্যারিয়ারের ইতিহাসে প্রথমবারের মত লাল কার্ড দেখলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। অভিষেকের দিনেই চোখে জল নিয়ে মাঠ ছাড়তে হলো সিআর সেভেনকে। তবে রোনালদো মাঠ ছাড়ায় বেগ পেতে হয়নি তার দলকে। ১০ জন নিয়ে খেলেও ভালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতল জুভেন্টাস। দলের পক্ষে দুই অর্ধে পেনাল্টি থেকে গোল দুটি করেন মিরালেম পিয়ানিচ।
বুধবার ভালেন্সিয়ার ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে ভালো ছন্দেই ছিল তুরিনের ক্লাব জুভেন্টাস। ম্যাচের ১০ মিনিটের মাথায় কয়েকটি সুযোগও তৈরি করে তারা। যদিও লক্ষ্যবেধ করতে ব্যর্থ হয়েছিল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা।
ম্যাচের ৩১তম মিনিটে জেইসন মুরিয়োর চুল ধরে হালকা ভাবে ধাক্কা দেন ক্রিস্তিয়ানো রোনালদো। যার জন্য তাকে সরাসরি লাল কার্ড দেখতে হয়। নতুন দলের হয়ে লিগে অভিষেকের দিনই চোখে জল নিয়ে মাঠ ছাড়েন সিআর সেভেন।ইউরোপ সেরা এই প্রতিযোগিতায় ১৫৪ ম্যাচে প্রথম লাল কার্ড দেখলেন পাঁচ বারের বর্ষ সেরা এই তারকা।
দশ জনের দল পেয়ে অতিথিদের আক্রমণ করতে চেয়েছিল ভালেন্সিয়া। কিন্তু লাভ হয়নি ম্যাচের ৪৫ মিনিটে সফল স্পট কিকে জুভেন্টাসকে এগিয়ে নেন পিয়ানেচ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পেনাল্টি পেল জুভেন্টাস। তখন ব্যবধান দ্বিগুন করেন পিয়ানিচিই। শেষের দিকে আর তেমন কোনো সুযোগ হয়নি স্বাগতিকদের। যার জন্য ২-০ গোলের স্কোর লাইন নিয়েই মাঠ ছাড়ে দু’দল।