নিয়ম রক্ষার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান
আরব আমিরাতে এবারের এশিয়াক আসরে গ্রুপ পর্বের খেলা শেষ না হলেও সেরা চার নির্বাচিত হয়ে গিয়েছিল। এমনকি একটা খেলা বাকি থকতেই গ্রুপ সেরা নির্বাচন করে সূচিও প্রকাশ করে দিয়েছে এসিসি। তাই আজ নিয়ম রক্ষার লড়াইয়ে নামবে টাইগার ও আফগানরা। তবুও কেউ কাউকে ছাড় দেবে বলে মনে হয় না। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় টুর্নামেন্টে মুখোমুখি হবে তারা।
আফগানিস্তানের বিপক্ষে দুঃসহ স্মৃতি ভোলার সুযোগ একটা বড় সুযোগ টাইগারদের সামনে। কারন আফগানাদের বিপক্ষে নিজেদের সর্বশেষ সিরিজ হেরেছে বাংলাদেশ। একদিকে সেই হতাশার স্মৃতি অপরদিকে সেই এটি কাজে লাগাতেই এদিন মাঠে নামবে টাইগাররা। তবে বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ আগেই জানিয়ে দিয়েছে, আফগানিস্তানকে হারাতেই হবে এমন কিছু ভেবে মাঠে নামা মানেই বাড়তি চাপ, বাংলাদেশ শুধু নিজেদের সেরাটাই দিতে যায়।
বাংলাদেশের চেয়ে বোলিং ইউনিটে কিছুটা হলেও পারফরম্যান্সের মধ্যে আছে আফগানিস্তান। বিশেষ করে তাদের স্পিন বিভাগ। তবুও নিজেদের সেরাটা দিতেই মাঠে নামবে বাংলাদেশ এমনটাই জানিয়ে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
অপরদিকে আফগানিস্তানও ছেড়ে কথা বলতে চায় না। বর্তমান সময়ের ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার রশিদ খান জানিয়ে দিয়েছেন, হারার কথা ভাবছেন না তারা। সব মিলিয়ে একটি জমজমাট ম্যাচের অপেক্ষা এখন শুধু।
টাইগারদের ভাবনায় এখন সুপার ফোর। আফগানদের বিপক্ষে ম্যাচ শেষ করে সর্বসাকুল্যে ১২ ঘন্টার মতো বিশ্রাম পাবে মাশরাফিরা। নামতে হবে ভারতের বিপক্ষে। তাই আফগানদের বিপক্ষে আবুধাবির এই ম্যাচে একাধিক পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে।
নাজমুল হাসান শান্ত খেলতে পারেন তার প্রথম ওয়ানডে। এছাড়া একাদশে আসার সম্ভাবনা রয়েছে মুমিনুল হকেরও। অধিনায়ক এশিয়া কাপের সূচিতে বিরক্তি ও হতাশা প্রকাশ করার পাশাপাশি তরুনদের নিজেদের মেলে ধরার আহবানও জানান।
পরিসংখ্যান এগিয়ে রাখছে বাংলাদেশকে। তবে খেলায় যেকোনো দিন যেকোনো কিছুই হতে পারে। ওয়ানডেতে দু’দলের এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি দেখা হয়েছে যার মধ্যে ৩টিতে জিতেছে বাংলাদেশ। আর ২টিতে জয় আছে আফগানদের।