কলারোয়ায় নতুন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইনের যোগদান
কলারোয়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন মোঃ আলমগীর হুসাইন। বৃহস্পতিবার তিনি তাঁর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন আলমগীর হুসাইন। জানা গেছে, এর আগে তিনি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইন জানান, তিনি এই প্রথম ইউএনও হিসেবে কলারোয়ায় যোগদান করলেন। জানা যায়, ৩১তম বিএসএস ক্যাডারভুক্ত আলমগীর হুসাইন খুলনার পাইকগাছা উপজেলার কৃতি সন্তান। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। নবাগত ইউএনও আলমগীর হুসাইন সাংবাদিকদের আরও জানান, কলারোয়াকে সমৃদ্ধি ও সম্ভাবনার মডেল হিসেবে গড়ে তুলতে তিনি দায়িত্ব পালন করে যেতে চান। তিনি বৃহস্পতিবার তাঁর প্রথম কর্ম দিবসে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ, হোমিওপ্যাথিক কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য, গত ৩০ আগস্ট ইউএনও মনিরা পারভীন বদলি জনিত কারণে দায়িত্ব হস্তান্তর করেন।