কলারোয়ার কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিফলক উন্মোচন
কলারোয়ার কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে ত্রিতল ভবনের এ ভিত্তিফলক উন্মোচন করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেন, বর্তমান সরকার উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধিত হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান অর্থবছরে কলারোয়া ও তালা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ৪০/৪৫টি নতুন ও ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ শুরু হয়ে গেছে। ভিত্তিফলক উন্মোচনী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ, যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, কাজীরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাজিরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক। জানা গেছে, রাজস্ব বাজেট (কোর্ড নং-৭০১৯) শীর্ষক প্রকল্পের আওতায় এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে তিন তলা ভিত বিশিষ্ট বিদ্যমান একতলা একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান শাহারিয়ার সুমন ও মহাসিন কবির।