সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের বেহাল দশা

জেলার যোগাযোগ ব্যবস্থার একমাত্র রুট সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কটির বিভিন্ন স্থানে জোড়া-তালি দেয়া পিচ ঢালাই উঠে আবারো বড় বড় গর্তের মরণ ফাঁদে পরিণত হয়েছে। দক্ষিণাঞ্চলের ব্যস্ততম এ মহাসড়কের তীব্র বেহাল অবস্থাতে বর্তমানে ভোগান্তির যাঁতাকলে পিষ্ট হয়ে সীমাহীন দূর্ভোগে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে জেলাবাসীর।
ধুলো-বালি আর এসব বড় বড় গর্তে পড়ে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ক্রমশ বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। তাছাড়া একটু বৃষ্টিতেই এসব গর্ত গুলোতে পানি জমে খানাখন্দ ও ডোবায় পরিণত হচ্ছে।
তবুও জনদূর্ভোগ লাঘবে ব্যস্ততম এ সড়কটি সংস্কারে কার্যকর কিংবা যুগোপযোগী কোন পদক্ষেপ না নিয়ে বরং মাঝেমধ্যেই মেরামতের নামে দায়সারাভাবে ফের ‘জোড়া-তাঁলি’ দিয়ে দায়িত্বহীন হয়েই থাকছে সাতক্ষীরা সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।
বিগত কয়েক বছর ধরে জেলার সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সড়কটি সংস্কারের নামে অগণিত বার জোড়া-তাঁলি দেয়া হলেও,মাস পেরুনোর আগেই ফের গর্তে পরিণত হওয়ায় সওজ’র এই ‘জোড়া-তালি’ পদ্ধতিটি সম্পূর্ণ অকার্যকর এবং জনদূর্ভোগে অতিরিক্ত মাত্রা যুক্ত করা ছাড়া সাধারণ মানুষের কাছে সফলতার স্বীকৃতি পায়নি।
সাধারণ মানুষের প্রতিদিনের চলাচলে ভোগান্তি কমিয়ে প্রধান যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ সড়ক-মহাসড়ক গুলো সংস্কার ও উন্নতকরণে সরকার গৃহীত নানামুখী উদ্যোগের ছোঁয়ায় ইতোমধ্যেই যখন দেশের অধিকাংশ জেলা শহর গুলোতে উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতসহ আমূল পরিবর্তন সাধিত হয়েছে,ঠিক তখনও বিগত কয়েক বছরের মতোই উন্নয়ন বঞ্চিত এবং জোড়াতালি হীন বড়বড় গর্তে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক। তবুও অদ্যাবধি এ সড়কটির উন্নয়নে যুগোপযোগী বা কার্যকর কোন পদক্ষেপ হাতে নেয়নি জেলার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা। সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতা ও গাফিলতির কারণে সরকার ঘোষিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত না হওয়ায় সেবা বঞ্চিত হওয়ার পাশাপাশি ক্রমশ আস্থা হারাচ্ছে জেলার সাধারণ মানুষ।
তাছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের দায়িত্ব থাকলেও,রক্ষণাবেক্ষণে গুরুত্ব হীনতা সহ অবহেলার কারণেই মূলত জেলার যোগাযোগ ব্যবস্থার একমাত্র এ মহাসড়কটি এখন হয়ে উঠেছে জেলাবাসীর ভোগান্তির অন্যতম কারণ। মহাসড়কটির অধিকাংশ স্থানের পিচ ঢালাই উঠে গিয়ে সৃষ্ট বড়বড় গর্তের মরনফাঁদে পড়ে সাতক্ষীরা জনপদের সর্বস্তরের মানুষ সীমাহীন দূর্ভোগ ও ভোগান্তির যাঁতাকলে পিষ্ট হলেও বরাবরই নিরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে সড়ক ও জনপথ কর্মকর্তারা।
জেলার দেবহাটার পুষ্পকাটি থেকে শুরু করে কুলিয়া,পারুলিয়া,সখিপুর,নওয়াপাড়া, হয়ে কালীগঞ্জ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি সড়ক ও জনপদ বিভাগের সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটিতে সীমাহীন ধুলা-বালি আর কাদা-পানিতে ভরা বড়বড় গর্তের কারণে ঝুঁকিপূর্ণ চলাচলে একদিকে যেমন দিনদিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা,তেমনি অন্যদিকে নাগরিক জীবনযাত্রা প্রতিদিনই বাঁধাগ্রস্ত হওয়ায় তীব্র বিড়ম্বনার যাঁতাকলে পিষ্ট হচ্ছে সর্বস্তরের মানুষ।
তাই অবিলম্বে জনদূর্ভোগ লাঘবের পাশাপাশি সড়ক দুর্ঘটনা হ্রাসের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিতে ঝুঁকিপূর্ণ এ সড়কটির উন্নয়নে যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সাংসদ,জেলা প্রশাসক সহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের কাছে দাবী জানিয়েছে অবহেলিত সাতক্ষীরা জনপদের মানুষ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)