কাশিমাড়ীতে মুক্তিযোদ্ধা গাজী আবুল বাসারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন

‘৭১’র রণাঙ্গনের বীরযোদ্ধা গাজী আবুল বাসারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুরে প্রয়াত এই মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করা হয়। একই দিন বিকালে গোবিন্দপুর নতুন বাজার চত্বরে মরহুমের পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ মুলক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিচ। বিশেষ অতিথি ছিলেন গোবিন্দপুর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ গাজী মো. সফিকুল ইসলাম, মরহুমের দীর্ঘদিনের ঘনিষ্ট সহচর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিম, সহ-অধ্যাপক মোস্তফা নূর মোহাম্মদ, সহকারী প্রভাষক জহুরুল হক সহ মরহুমের পরিবারের সদস্যবৃন্দ ও এলাকার শতাধিক ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)