নাশকতা কারীদের কোন ছাড় দেওয়া হবে না -এসএই আসাদ
কলারোয়া থানার সরসকাটি পুলিশ ক্যাম্পে সদ্য নিযুক্ত ক্যাম্প ইনচার্জ এসএই আসাদ সাদিক যোগদান করার পর থেকে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে।নাশকতা কারী মাদক দ্রব্য চোরাচালান কারীদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে কঠোর অবস্থান নিয়েছেন ।
জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু বলেন,নতুন এসআই নাশকতা ও মাদক চোরাকারবারির বিরুদ্ধে যে অভিযান চালিয়ে যাচ্ছে,এভাবে চললে নাশকতা কারী ও মাদক চোরাকারবারি আর কোন দিন মাথা তুলে দাড়াতে পারবেনা ।
সরসকাটি ক্যাম্প ইনচার্জ এসআই আসাদ সাদিক বলেন,নাশকতা কারী ও মাদক চোরাকারবারিদের কোন ছাড় দেওয়া হবেনা ।ইতিমধ্যে বেশ কিছু নাশকতা মামালার আসমী কে গ্রেফতার করা হয়েছে ।আর বাকি আসামিকে ধরার জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে ।
Please follow and like us: