গাভা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন
সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়ী ইউনিয়নের গাভা এ.কে.এম, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। এসময় উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের মামা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকার, সহকারী প্রধান শিক্ষক শাহাজউদ্দীন সরদার, ইঞ্জিনিয়ার জাহিদ হাসান, ঠিকাদার আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ে ম্যনেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, নিরঞ্জন দাশ, শিবপদ মন্ডল, শিক্ষক অনুপ সরদার, কৃষ্ণবন্ধু ঘোষ, কঙ্কন সরদার, সঞ্জয় দাশ, ফারুক হোসেন, শাশীম হোসেন, প্রবীর দাশ, সুশান্ত দাশ প্রমুখ।
Please follow and like us: