কালিগঞ্জে অস্ত্র ও গুলিসহ দু’ ডাকাত আটক
একটি বন্দুক, একটি পাইপগান ও ৫ রাউ-গুলিসহ র্যাব দু’ ডাকাতকে আটক করেছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে এ আটক ও উদ্ধারের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের নবাব আলী সরদারের ছেলে শহীদুল ইসলাম(৩০) ও আশাশুনি উপজেলার বসুখালি গ্রামের মোহাম্মদ আলী ফকিরের ছেলে আমিরুল ইসলাম (৩২)।
খুলনা র্যাব-৬ এর সহকারি উপপরিচালক লুৎফর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের ইন্দ্রজিৎ ম-লের মাছের ঘেরের পাশে রাস্তার উপর দু’ যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি থেকে একটি পাইপ গান, একটি বন্ধুক ও ৫ রাউন্ড- গুলি উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, এ ঘটনায় র্যাব-৬ এর ডিএডি লুৎফর রহমান বাদি হয়ে শহীদুল ও আমিরুলের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।